×

জাতীয়

পাটকল শ্রমিকদের নিয়ে জরুরি বৈঠকে পাটমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৬:৫৪ পিএম

পাটকল শ্রমিকদের নিয়ে জরুরি বৈঠকে পাটমন্ত্রী

পাটকল শ্রমিকদের সঙ্গে পাটমন্ত্রীর বৈঠক। ফাইল ছবি।

পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবির আন্দোলন নিরসনে শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বৈঠক চলছে।

বৈঠকে পাটমন্ত্রী ছাড়াও অংশ নিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, পাট মন্ত্রণালনের সচিব লোকমান হাকিম মিয়া, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান মো. আব্দুর রউফ।

আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পষিদের আহ্বায়ক আব্দুল হামিদ সরদার, যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, সোহরাব হোসনে, শাহানা সারমিন, হুমায়ুন কবির খান, মো. দ্বীন ইসলাম, মো. আলাউদ্দীন, মো. ইয়াদানী, হারুন আর রশিদ মল্লিক, আব্দুল মান্নান, শ্রমিক নেতা আবু দাউদ দ্বীন মোহাম্মদ, মো. শেখ ইব্রাহীম, আবু হানিফসহ পাটকল শ্রমিকলীগের নেতারা।

খুলনা-যশোর অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে ৯টি পাটকলে স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৫০ হাজার শ্রমিক কর্মরত। বিভিন্ন সমস্যার কারণে গেল বছরের শুরুর দিকে খুলনায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। ১১ দফা দাবি বাস্তবায়নে সর্বশেষ তারা অনির্দিষ্টকালের অনশনে বসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App