×

জাতীয়

না'গঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গি গ্রেফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৩ পিএম

বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং জঙ্গিবাদী লিফলেট জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার জাহিদুল ইসলাম কাওসার (৩২) ও গাইবান্ধা সদর উপজেলার মো. মশিউর রহমান জীবন (২৮)। র‌্যাব জানায়, সোমবার রাত সোয়া ৯টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ইবারদী স্ট্যান্ড এলাকায় গোপন বৈঠকের জন্য একত্রিত হওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব আরো জানায়, জাহিদুল ইসলাম কাওছার ২০০৪ সালে রাজধানীর একটি স্কুল থেকে এসএসসি পাশ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত। তিনি ২০০৪ সালে জনৈক জুয়েল এর মাধ্যমে জেএমবিতে যোগদান করে এবং জেএমবির শীর্ষ স্থানীয় জঙ্গি নেতা আরাফাত রহমান সানির মাধ্যমে জেএমবির সামরিক শাখার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে আত্মঘাতী গ্রুপে নাম লেখায়। র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত সৈয়দ রায়হান কবির রায়হান বাবুর মাধ্যমে সে ২০১৫ সালে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এ যোগদান করে এবং আনসার আল ইসলামের হয়ে কাজ করতে থাকে। র‌্যাব আরো জানা যায়, মো. মশিউর রহমান জীবন ২০১১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে এসএসসি পাশ করে ফার্নিচারের দোকানে কাজ শুরু করে এবং ২০১৩ সালে জনৈক লিটন এর সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতার মধ্যদিয়ে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়। তার বাসায় জঙ্গি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত একাধিক মিটিং হয়েছে বলে সে স্বীকার করেছে এবং তার বাসায় সাজিদ নামের এক জঙ্গি নেতা স্ত্রীসহ অনেক দিন আত্মগোপনে ছিল বলেও স্বীকার করে। ২০১৬ সালের শেষের দিকে তিনি জনৈক শিপন এর মাধ্যমে আনসার আল ইসলামে (আনসারুল্লাহ বাংলা টিম) যোগদান করে কাজ করতে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App