×

জাতীয়

আ. লীগের প্রথম যৌথসভা শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৯ পিএম

আগামী ৩ জানুয়ারি শুক্রবার সকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথসভায় সভাপতিত্ব করবেন। সোমবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেএ তথ্য জানানো।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে উপস্তিত থাকতে অনুরাধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নবম বারের মতো দলটির সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। আর দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। ওইদিন কার্যনির্বাহী সংসদের সভাপতিমন্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ টি সাংগঠনিক সম্পাদকসহ কয়েকটি সম্পাদকীয় পদে নাম ঘোষণা করেন শেখ হাসিনা। সেইসঙ্গে ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের সদস্যদেরও নাম। এর ৫ দিন পর বৃহস্পতিবার ঘোষণা হয় আরো ৩২ টি পদ। এখনো বাকী আছে ৭ টি পদের নাম ঘোষণা। এরইমধ্যে ২৪ ডিসেম্বর সভাপতিমন্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বসছে দলটির যৌথসভা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App