×

জাতীয়

ভাঙারির প্লাস্টিকে বাড়ে আগুনের ভয়াবহতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩১ এএম

ভাঙারির প্লাস্টিকে বাড়ে আগুনের ভয়াবহতা

কালশিতে অগ্নিকাণ্ড। ছবি: সংগ্রহ।

মিরপুরের কালশিতে বাউনিয়া বাঁধ এলাকার বস্তিতে লাগা আগুনের সূত্রপাত হয়েছে ভাঙারি দোকান থেকে। যেখানে রয়েছে প্লাস্টিক সামগ্রি। আশেপাশেও রয়েছে অর্ধশতাধিক প্লাস্টিক ভর্তি ভাঙারির দোকান। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ভয়াবহতাও বাড়ে। এমন তথ্য দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত প্রায় পৌনে একটার দিকে বাঁধ এলাকার বস্তির ভাঙারি দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে চারদিকে। পরে খবর পেয়ে বেশ বিলম্বে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বস্তির একাধিক বাসিন্দা জানান, বস্তিটিতে থাকা তিন শতাধিক ঘরের মধ্যে ৭০ থেকে ৮০টিই হচ্ছে ভাঙারির দোকান। এসব দোকানে প্লাস্টিক সামগ্রি রাখা রয়েছে। ইতোমধ্যে এসব ঘর আর দোকানের মধ্যে দেড় শতাধিক পুড়ে ছাই হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App