×

জাতীয়

অধিবেশন পরিচালনা করলেন শেখ হাসিনাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭ পিএম

অধিবেশন পরিচালনা করলেন শেখ হাসিনাই
অধিবেশন পরিচালনা করলেন শেখ হাসিনাই
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয় অধিবেশনের সভা পরিচালনা করছেন শেখ হাসিনা নিজেই। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের আহ্বান জানান। কী পেলাম কী পেলাম না- এই ভাবনার বাইরে এসে দেশের মানুষের জন্য নেতাকর্মীদের কাজ করার উৎসাহ দেন।  তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। দলের জন্য পরিশ্রম করতে হবে। মেধা শক্তি কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছি। সাধারণত কেউ এটা ধরে রাখতে পারেনা। এ ছাড়াও তিন বছর মেয়াদী কাউন্সিল সময় মত হতে পারে সে নির্দেশও নেতা কর্মীদের দেন। যেগুলোর সম্মেলন হয়নি, সেগুলো দ্রুত করতে বলেন তিনি। উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম দিনের সম্মেলন হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। কাউন্সিল অধিবেশন ঘিরে নেতাকর্মীদের ভিড় কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থান নিয়েছেন। একইসঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App