×

জাতীয়

নো হেলমেট নো বাইক 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:১৮ পিএম

নো হেলমেট নো বাইক 

‘নো হেলমেট নো বাইক’ বাস্তবায়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে, নওগাঁ জেলা প্রশাসক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  সকালে উপজেলার রেলওয়ে স্টেশন , সাহেবগঞ্জ বাজার, বিহারীপুর বাজার, আহসানগঞ্জ বাজার, বেলি ব্রিজের মোড় সহ বিভিন স্ট্যান্ডে  অভিযান পরিচালনা করেন এবং লিফলট বিতরণ উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

এসময় দুইশতাধীক মটর বাইক, চার্জার গাড়ী, ভ্যান গাড়ী, শ্যালা ভটভটি হতে এলইডি লাইট ভেঙ্গে ফেলা হয়। সেই সাথে সতর্ক করা হয় হেলমেট বিহীন মটর বাইক এবং আগামী ৩০ নভেম্বরের  পর যানবাহনে এলইডি লাইট দেখত পেল  আইনের আওতায় এনে ব্যবস্থা  গ্রহণ করা হবে। অভিযান কালে ‘নো হেলমেট নো বাইক’ লিখা স্টিকার বিভিন যানবাহনে লাগিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব উনয়ন অফিসার মো. ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, ইন্সট্রাক্টর  কবি ফররুখ আহাম্মদ ,আত্রাই প্রেসক্লাবের  সাংবাদিক বিন্দুসহ আত্রাই থানাপুলিশ ও স্কাউট সদস্য প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App