×

জাতীয়

মিডিয়া ফেলোশিপ পেলেন ভোরের কাগজের সেঁজুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ১২:৪৮ এএম

মিডিয়া ফেলোশিপ পেলেন ভোরের কাগজের সেঁজুতি
মিডিয়া ফেলোশিপ পেলেন ভোরের কাগজের সেঁজুতি

পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিডিয়া ফেলোশিপ’ পেয়েছেন ভোরের কাগজের স্টাফ রিপোর্টার মরিয়ম সেঁজুতি।

সোমবার (২৫ নভেম্বর) অধিদপ্তরের সভাকক্ষে সেঁজুতিসহ নির্বাচিত ১৫ জনের হাতে এ ফেলোশিপের অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। নির্বাচিত প্রত্যেকের হাতে নগদ এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আইইএম ইউনিটের আইইসি অপারেশনাল প্ল্যানের ২০১৮-১৯ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা, শিশু ও নবজাতক স্বাস্থ্য এবং জনসংখ্যা ইস্যুবিষয়ক লেখালেখি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন, সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের মধ্যে এ ফেলোশিপ (তিন মাসের) দেয়া হয়।

চলতি বছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (আইইএম) ড. আশরাফুন্নেছা নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন।

মরিয়ম সেঁজুতি এর আগে ‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮’ লাভ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। গত বছরে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৬ এর প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হন। তারও আগে ২০১৭ সালে তিনি এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড লাভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App