×

জাতীয়

নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ১১:২৮ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে স্বামী নূর ইসলামের বিরুদ্ধে স্ত্রী শাহিদা (৩০) কে হত্যার অভিযোগ উঠেছে । বুধবার রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে । ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের দিনমজুর সমজান আলীর মেয়ের সঙ্গে নূর ইসলামের বিয়ে হয়। সেসময় যৌতুক হিসেবে গহনা ও নগদ ৩০ হাজার টাকা দেয়া হয়েছিল। বিয়ের পর থেকেই শাহিদাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন নূর ইসলাম। এনিয়ে কয়েক দফা সালিশও হয়েছে। নিহত শাহিদার মা শরফুল জান অভিযোগ করেন, ১৫ বছর আগে শ্বশুরবাড়ির টাকায় বিদেশ জান নূর ইসলাম। সেখানে গিয়ে পরিবারের কোনো খোঁজ রাখেননি তিনি। নাটোর সদরের বাসিন্দা তার এক খালাতো বোনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নূর ইসলামের। বিষয়টি মেনে নিতে পারেনি তার মেয়ে শাহিদা। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা হতো। সর্বশেষ মাসখানেক আগে বিদেশ থেকে ফিরে ওই খালাতো বোনের সঙ্গে যোগাযোগ শুরু করে নূর ইসলাম। এ বিষয়ে প্রতিবাদ করায় বুধবার সন্ধ্যার পর তার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে নিহত শাহিদার শাশুড়ির দাবি, বুধবার বিকেলে তার ছেলের সঙ্গে শাহিদার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিদা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তাকে খুন করা হয়নি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App