×

জাতীয়

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ০৪:০৬ পিএম

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১২টায় দিবসটি পালন উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এরপর শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। র্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দিবসটি উদযাপনের আয়োজক টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান রহমান মিরন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন,সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ার বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, জহুরুল হক ডিপটি, ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস, আবুল কালাম আজাদ বীরবিক্রম, সবুর খান বীরবিক্রমসহ মুক্তিযোদ্ধা সংসদ এর মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App