×

জাতীয়

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে প্রিয়ভাষিণী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ০২:৪৪ পিএম

বরেণ্য ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে আইসিইউতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন চিকিৎসকেরা। প্রিয়ভাষিণীর মেয়ে ফুলেশ্বরি সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘অস্ত্রোপচার আপাতত সফল হয়েছে। তবে মায়ের শারীরিক অন্যান্য জটিলতা থাকায় আশঙ্কা রয়েই গেছে। এজন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে।’ ফুলেশ্বরি বলেন, ‘মায়ের পরবর্তী সব চিকিৎসাও দেশে করানোর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’ আইসিএইউ থেকে মোবাইল ফোনে একবার কয়েক সেকেন্ডের কথোপকথনে মা তার শারীরিক কষ্টের কথা জানিয়েছেন বলেও জানান তিনি। প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস জানান, রোববার মায়ের অস্ত্রোপচারের সময় যে ধরনের জটিলতার আশঙ্কা চিকিৎসকরা করেছিলেন। তেমন কিছু হয়নি। এর আগে রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফেরদৌসী প্রিয়ভাষিণীর পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। গত মাসের ৮ তারিখ নিজ বাসায় পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ফেরদৌসী প্রিয়ভাষিণীর পা ভেঙে যায়। পরে কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ ও উচ্চ ডায়াবেটিসের কারণে তার পায়ে অপারেশন জটিল হয়ে পড়ে। আবার তিন সপ্তাহের মধ্যে অপারেশন না করতে পারলে পায়ের ভাঙা হাড় থেকে পচনের আশঙ্কাও দেখা দেয়। এ অবস্থায় সামান্য শারীরিক উন্নতি হলে চিকিৎসকরা এই অস্ত্রোপচার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App