×

জাতীয়

বোধনের মাধ্যমে ৪ অক্টোবর শুরু দুর্গোৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৪ পিএম

বোধনের মাধ্যমে ৪ অক্টোবর শুরু দুর্গোৎসব
আগামী ৪ অক্টোবর বোধনের মাধ্যমে চলতি বছরের দুর্গোৎসব। এবার সারাদেশে ৩১ হাজার ৩৯৮টি মন্ডপে পূজা হবে। গত বছরের চেয়ে এবার ৪৮৩টি পূজামন্ডপ বেড়েছে। ঢাকা মহানগরীতে পুজোর সংখ্যা হচ্ছে ২৩৭। গত বছরের চেয়ে তিনটি মন্ডপ বেশি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা থেকে এসব তথ্য জানা যায়। পুজোর সংখ্যা বাড়ার জন্য তারা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নতির সঙ্গে হিন্দু সম্প্রদায়েরও অর্থনৈতিক উন্নতির সূচকের প্রতিফলন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের গৃহীত নানা উদ্যোগের কারণেও পুজো বেড়েছে বলে জানান তারা। এছাড়াও তারা ১২টি দাবি করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্যে হচ্ছে- দুর্গোৎসবে তিনদিনের ছুটি, রংপুরের ভোট পেছানো, রাষ্ট্রীয় ভবন সাজসজ্জা করা। এছাড়াও পুজোর প্রথম দিন অর্থাৎ ৪ অক্টোবর বিকেলে প্রথমবারের মত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মার্কিন রাষ্ট্রদূত ঢাকেশ্বরী মন্দির পুজা মন্ডপ পরাদর্শন করবেন। ৭ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দির পুজা মন্ডপ পরিদর্শন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App