×

জাতীয়

গুটার বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩ পিএম

গুটার বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
নওগাঁর ঐতিহ্যবাহী গুটার বিলে গ্রামবাংলার হারিয়ে যাওয়া নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার প্রত্যন্ত এলাকা গুটার বিলে গত বুধবার স্থানীয় ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ এ প্রতিযোগিতার আয়োজন করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের প্রায় চার কিলোমিটার সড়কজুড়ে স্থানীয়রা নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত গুটার বিল ঐতিহ্যবাহী এলাকা। বছরের বেশির ভাগ সময় বিলটিতে পানি থাকে। স্বাধীনতার পর থেকে প্রতি বছর ভাদ্র মাসে এই বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১০ সালে স্থানীয় ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ গঠনের পরের বছর থেকে বেশ জাঁকজমকপূর্ণভাবে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নওগাঁ জেলা যুবলীগ সভাপতি খোদাদাদ খান পিটু, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেনসহ স্থানীয় গণ্যমান্যরা। হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি জয়নুল আবেদিন জয়নাল বলেন, নৌকাবাইচের পাশাপাশি এ সংগঠন থেকে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের অনুদানসহ সামাজিক সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম করে থাকে। নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, পড়াশোনার জন্য দেশের বাইরে অবস্থান করায় জীবনের প্রথম দেশে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখে বেশ আনন্দ উপভোগ করছি। শুধু নৌকাবাইচই না, মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ ধারা প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সচেতনদের। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে তিনজনকে পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App