×

জাতীয়

কাশফুল আর নীল আকাশ মুগ্ধতা ছড়ায় সবার মনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৭ পিএম

কাশফুল আর নীল আকাশ মুগ্ধতা ছড়ায় সবার মনে
শরৎ মানেই সাদা মেঘের ভেলা, কাশের বনে হাওয়ার দোলা। এমনই দোলা দেয়া শরতের কাশফুল আর নীল আকাশ কম-বেশি মুগ্ধতা ছড়ায় সবারই মনে। আর এই ঋতু নিয়ে শরৎ উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। এ উৎসবে প্রকৃতিপ্রেমী নগরবাসী মেতেছেন। শরৎ বন্দনায় যোগ দেন তরুণ-তরুণীরা। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব। সকাল-বিকেল দুই বেলা নানা আয়োজনে ছিল শরৎ বন্দনা। সকালে শিল্পী অসিত বিশ্বাসের এসরাজ বাদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আয়োজন। এরপর সঙ্গীত, আবৃত্তি আর নাচের ছন্দে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন। দলীয় সঙ্গীত পরিবেশন করে শিশু-কিশোর সংগঠন ‘সুর ও বিহার’। তারা পরিবেশন করে রবীন্দ্রসঙ্গীত ‘নয়ন ভুলানো এলে’। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘দেখো দেখো শুকতারা আঁখি মেলে চায়’। ঋষিজ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে নজরুলসঙ্গীত ‘একি অপরূপ রূপে মা তোমার’। এ ছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করেন পঞ্চভাস্কর, গীতাঞ্জলি, বহ্নিশিখার শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশনায় অংশ নেয় ‘স্পন্দন’, ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’, ‘নৃত্যজন’ ও ‘স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র’। এ ছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন সালমা আকবর, বিশ্বজিৎ রায়, অনিমা রায়, মামুন জাহিদ খান, আবিদা রহমান সেতু, মাহমুদা মৌমিতা, রত্না সরকার। তারা গেয়ে শোনান ‘তোমরা যা বল তাই বল’, ‘আগমনী গান শোনা যায়’, ‘এবার অবগুণ্ঠনও খোলো’, ‘সারদপ্রাতে ঝিলের জলে শাপলা শালুক দোলে’ ও ‘হৃদয়ে ছিলে জেগে’ গানগুলো। অনুষ্ঠানে আহকাম উল্লাহ আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের কবিতা ‘নম নম নম বাংলাদেশ মম’ এবং নায়লা তারাননুম চৌধুরী কাকলি আবৃত্তি করেন জীবনানন্দ দাশের কবিতা ‘নব নবীনের লাগি’। অনুষ্ঠানের শরৎ কথন পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ড. হায়াৎ মামুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক নিগার চৌধুরী ও মানজার চৌধুরী সুইট। এদিকে উৎসবের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ‘শরৎ ঋতু’ বিষয়ক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকালের আয়োজনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজন শুরু হয় বিকেল সাড়ে ৪টায়। এতে দলীয় সঙ্গীতপরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসর, বুলবুল ললিতকলা একাডেমি, উদয়ন, সুর সাগর ললিতকলা একাডেমি ও সমস্বর। দলীয় নৃত্য পরিবেশনায় অংশ নেয় বুলবুল ললিতকলা একাডেমি, স্কেচ, আঙ্গীকাম, ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র ও বেনুকা ললিতকলা একাডেমি। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতি ও আবৃত্তি চর্চা কেন্দ্র। একক আবৃত্তি পরিবেশন করেন ইকবাল খোরশেদ জাফর, মাসকুর-এ-সাত্তার কল্লোল, রেজীনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপ্পু, জহিরুল আলম, আহসান তমাল ও আজিজুল বাশার মাসুম। একক সঙ্গীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, মহিউজ্জামান চৌধুরী ময়না, ফাহিম হোসেন চৌধুরী, সরদার রহমত উল্লাহ, খগেন্দ্রনাথ সরকার, আকরামুল ইসলাম, খন্দকার মুজিবুল কাইয়ুম, তানজিলা তমা, শাহনেওয়াজ পারভীন ইলা, তামান্না নিগার তুলি, সমর বড়য়া, পল্লব গোমেজ, সানজিদা মঞ্জুরুল হ্যাপি, রাবেয়া আক্তার, শ্রাবণী গুহ রায়, মীরা মণ্ডল, এস এম মেজবা, মাহমুদা তাবাসসুম বৃষ্টি, নবনীতা জাইদ চৌধুরী অনন্যা, আনজুমান ফেরদৌস কাকলি, তাহমিনা আক্তার মুক্তি, মিজানুর রহমান আজাদ, জীবন চৌধুরী, মতিউর রহমান, সেলিম, রকিবা খান লুবা, সৌমক সাহা ধ্রুব প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App