×

জাতীয়

শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৩:২৭ পিএম

শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অটো স্পিনিং লিমিটেডের তুলার গুদামে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। নিহতেরা হলেন- নিরাপত্তা কর্মী রাসেল (৩৫), শ্রীপুর উপজেলার দক্ষিণ দুয়ারের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসাইন (২৮), হাসান আলীর ছেলে মো. শাহজালাল (২৮) এবং কালিয়াকৈরের ভান্নারা মৌচাক এলাকার শামসুল হকের ছেলে সেলিম কবীর (৩৫), পাবনা জেলার বেড়ার নান্দিয়ারা গ্রামের কেরামত সরদারের ছেলে সুজন সরদার (৩০) ও ময়মনসিংহের হালুয়াঘাটের ভুবনপোড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আবু রায়হান (৩৫)। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ২টার দিকে নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে গাজীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১১ ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App