×

জাতীয়

বর্তমানে দেশে আবারও ভয়ঙ্কর তাণ্ডব চলছে : রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০১:৪৬ পিএম

‘বর্তমানে দেশে আবারও ভয়ঙ্কর তাণ্ডব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি আরও বলেন, চুরি ,ডাকতি ও ছিনতাই এবং ছিনতাইকালে খুনের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সেই সঙ্গে ৭৪ স্টাইলে ব্যাংক লটু করছে ক্ষমতাসীন দলের লোকজন। এ সময় তিনি গত সোমবার লক্ষ্মীপুরের রায়পুর শাখা থেকে ডাচ-বাংলা ব্যাংকের ৪০ লাখ টাকা এবং জনতা ব্যাংকে লেনদেন চলাকালে ৪৫ লাখ টাকা লুটের ঘটনা তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ উল্লেখ করে রিজভী বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার বন্ধুহীন হয়ে আবোল-তাবোল বকছে। এত বড় কূটনৈতিক পরাজয় দেশের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি।’ রোহিঙ্গা সংকটে ঘনিষ্ঠ দাবি করে আসা কাউকে সরকার পাশে পায়নি বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App