×

জাতীয়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ১১:১৪ এএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ
সারা দেশে ২ কোটি ২০ লাখ শিশুকে আজ শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী চারদিন বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের ভরা পেটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। জোর করে বা কান্নারত অবস্থায় বা ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এমন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ক্যাম্পেইনের অংশ হিসেবে জন্মের পরপর (এক ঘণ্টার মধ্যে) শিশুকে শালদুধ খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণ মতো সুষম খাবার খাওয়ানোর বিষয়ে প্রচারাভিযান চালানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App