×

জাতীয়

বুদ্ধ পূর্ণিমা আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০১৯, ১০:০৬ এএম

বুদ্ধ পূর্ণিমা আজ
কাগজ প্রতিবেদক : বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ শনিবার। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত দিন। বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবিভর্‚ত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’। দিসবটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ সরকারি ছুটি। যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায় তাদের এ প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। বাসাবো সবুজবাগ ধর্মরাজী বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা ও বৌদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। সারা দেশে বাড়তি নিরাপত্তা : এদিকে বুদ্ধ পূর্ণিমায় জঙ্গি হামলার আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। সারা দেশের আড়াই হাজার বৌদ্ধ মন্দিরসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া দেশের গোয়েন্দা কর্মকর্তাদের আরো সজাগ থেকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। এই দুদিনের জন্য সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া একাধিক বৈঠক করে বাড়তি নিরাপত্তা গ্রহণের কথা স্বীকার করেছেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও নিষিদ্ধ সংগঠন জামাআততুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বুদ্ধ পূর্ণিমায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে হামলা চালানোর পরিকল্পনা করছে। বৌদ্ধ মন্দিরগুলোতে এই হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের গোপনীয় শাখা থেকে চিঠিতে সতর্কবার্তা দেয়া হয়েছে। এর আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি ও নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, জঙ্গি হামলার থ্রেট আছে। সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে ইউনিফর্মের পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসন স্থানীয় কমিউনিটির সঙ্গে যোগাযোগ রেখে দায়িত্বপালন ও বৌদ্ধদের সঙ্গে সার্বক্ষণিক আলোচনা করে তাদের সাহস ও উৎসাহিত করার জন্য বলা হয়েছে। সূত্রমতে, সম্প্রতি ধর্মীয় উৎসবভিত্তিক জঙ্গি হামলার প্রবণতা দেখা দিয়েছে। ইতোমধ্যে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় দুটি হামলার ঘটনায় এমন আশঙ্কা আরো বেড়ে গেছে। জঙ্গি সংগঠনগুলো কিছুদিন ধরে তাদের নিজস্ব অনলাইন সাইটে পুলিশ, বিশিষ্টজন ও ধর্মীয় স্থাপনায় হামলা করবে বলে হুমকি দিচ্ছে। যদিও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে কোনো হুমকিই পুলিশের পক্ষ থেকে উড়িয়ে দেয়া হচ্ছে না। পুলিশ সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও পুলিশের জঙ্গি বিশেষজ্ঞ টিমগুলো এ নিয়ে কাজ করছে। ধর্মীয় স্থাপনার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সারা দেশে পুলিশের সতর্ক বার্তায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এ ছাড়া প্রত্যেক থানা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি, সন্দেহভাজনকে তল্লাশি ও নজরদারিতে রাখা হয়েছে। মন্দির এলাকায় সিসি ক্যামেরা সচল রেখে নিয়মিত মনিটরিং করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার কথাও বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App