×

জাতীয়

আবরারকে চাপা দেয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ১২:২৭ পিএম

আবরারকে চাপা দেয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার
রাজধানীর প্রগতি স্মরণীতে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে মঙ্গলবার দিবাগত রাতে ডিবি (উত্তর) পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি ঢাকা উত্তর। জানা গেছে, দুর্ঘটনার সময় গ্রেপ্তার সুপ্রভাত বাস চালকের সহকারী ওই বাসটিতে চালকের আসনে ছিলেন। বাসচাপায় আবরারের মৃত্যুর পর গা ঢাকা দেন। তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান জানান, আবরার হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সুপ্রভাত বাস চালকের সহকারীকে। এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গত মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। টানা দুদিন চলে এ বিক্ষোভ। এ সময় তারা ৮ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের পরিপ্রেক্ষিতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার দ্বিতীয় দিন সন্ধ্যায় আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App