×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

জাতীয়

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা আবজালের সম্পদ ক্রোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ০২:৩৫ পিএম

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা আবজালের সম্পদ ক্রোক
স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । সোমবার সকালে দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে ১৫ জনের দল রাজধানীর উত্তরা মডেল টাউনে ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কে আবজালের বাড়িটি ক্রোক করে। ‘তামান্না ভিলা’ নামে পাঁচতলা বাড়িতে থাকতেন আবজাল হোসেন। অভিযানের সময় বাড়িটি তালাবদ্ধ ছিল। আবজাল হোসেন কোথায় আছেন তাও কেউ জানাতে পারেননি। গত ২১ জানুয়ারি আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের আদেশের পর তাদের সব ধরনের সম্পদ স্থানান্তর, হস্তান্তর, বিক্রি, লেনদেন বন্ধ করা হয়। দুদক উপপরিচালক ও আবজাল দম্পতির অভিযোগ অনুসন্ধান দলের প্রধান সামছুল আলম তাদের সব ধরনের সম্পত্তি জব্দ করার আবেদনটি আদালতে পেশ করেছিলেন। গত ১০ জানুয়ারি এই কর্মকর্তা আবজালকে জিজ্ঞাসাবাদ করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখা থেকে আবজাল ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App