×

জাতীয়

ভোরের কাগজ কৃতী নারী সম্মাননা আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ১২:০১ পিএম

ভোরের কাগজ কৃতী নারী সম্মাননা আজ

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের প্রতি বছরই সম্মাননা দিয়ে আসছে দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ভোরের কাগজ। এ বছর আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে তিনজন ভাষাসৈনিক, একজন ক্রীড়া সংগ্রামী ও চার উদীয়মান নারীকে সম্মাননা ও উৎসাহ স্মারক দেয়া হচ্ছে।

এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন দেশের সফল, খ্যাতিমান ও প্রতিষ্ঠিত নারীরা।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অবদান রাখা ভাষাসৈনিক শরিফা খাতুন, মনোয়ারা ইসলাম ও আয়েশা আক্তার খাতুন বেলু এবং ক্রীড়া সংগ্রামী মালা রানী সরকারকে সম্মাননা দেয়া হবে। এ ছাড়া উৎসাহ স্মারক দেয়া হবে উদীয়মান নারী, ট্রাভেল অব বাংলাদেশের ডা. সাকিয়া হক, ডা. মানসী সাহা, সিলভী রহমান ও শামসুন নাহার সুমাকে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App