×

জাতীয়

মিঠামইনে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দুই বন্ধুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০২:৪৪ পিএম

মিঠামইনে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দুই বন্ধুর মৃত্যু
হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে জেলার মিঠামইন উপজেলায় দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা হলেন, মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের পছন্দ আলীর ছেলে শুক্কুর মাহমুদ (৪২) এবং একই এলাকার হাজী মমতাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪১)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও শুক্কুর মাহমুদ মঙ্গলবার দুপুর ২টার দিকে মিঠামইন বাজারের সুজন হোমিও হল থেকে শ্বাসকষ্টের সিরাপ নিয়ে সেবনের পর বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে অবস্থা গুরুতর হলে স্বজনরা তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি ঘটলে করিমগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার আরও অবনতি হয়। পরে রাত ৮টার দিকে সেখান থেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আলী তাদের মৃত ঘোষণা করেন। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিঠামইন বাজারের সুজন হোমিও হল থেকে ওষুধ খেয়ে অসুস্থ হয়েই দুইজন মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে হোমিও হলের মালিক সমীর সিংহ আত্মগোপনে রয়েছেন বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App