×

জাতীয়

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের নিবন্ধন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৭ পিএম

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের নিবন্ধন শুরু
ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইএ বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের তৃতীয় আসর শুরু হয়েছে। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনে আয়োজনটির উদ্বোধন ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রতিযোগিতার ৩ বিচারক কথাসাহিত্যিক ও কবি আনিসুল হক, অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং অভিনেত্রী ত্রপা মজুমদার। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানি, এমাদ ইস্পাহানি ও আলী ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, চ্যানেল আইয়ের এই প্রয়াসের সফলতা কামনা করি। বাংলা ভাষা যেন অন্য সব ভাষাকে ছাড়িয়ে যেতে পারে। যদি কেউ মনে করে মাতৃভাষায় শিক্ষিত না করে কেবল বিদেশি ভাষায় শিক্ষিত করে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, তাহলে তারা মূর্খের সাগরে বাস করছে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, আশা করছি, পরবর্তী প্রজন্ম যেন বাংলাকে ধারণ করতে পারে হৃদয়ে এবং মস্তিষ্কে। গতকাল থেকেই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০১৮ প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরের সঙ্গে কুমিল্লা শহরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চ‚ড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App