×

জাতীয়

৪৭ আসনে নৌকায় নতুন মুখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৮, ১১:৩০ এএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তার কাক্সিক্ষত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জোটের শরিকদের জন্য বরাদ্দকৃত ৭০ আসন বাদ রেখে ঘোষিত ২৩০ আসনের মধ্যে ৪৬টি আসনে প্রার্থী বদল করেছে টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা দলটি। গতকাল এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৪৬ জন নেতার হাতে দলের মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে। এবার সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় পরিচ্ছন্ন ভাবমূর্তি, এলাকায় গ্রহণযোগ্যতা ও বিজয়ের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এসব নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। গতকাল রবিবার সকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৩০ জনের হাতে দলের মনোনয়ন ফরম তুলে দেয়া হয়। এবার আওয়ামী লীগ নির্বাচনী লড়াইয়ে যেসব আসনে নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছে, তারা হলেনÑ খুলনা-২ শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-২ শেখ সারহান নাসের তন্ময়, ঢাকা-১ সালমান এফ রহমান, ঢাকা-৭ হাজী মো. সেলিম/আবুল হাসনাত (গতবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ হাজী মো. সেলিম), ঢাকা-২০ বেনজীর আহমেদ, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, ফরিদপুর-১ মনজুর হোসেন বুলবুল, মাদারীপুর-৩ ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা-১৩ সাদেক খান, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ, নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা, কিশোরগঞ্জ-২ নূর মোহাম্মদ, জামালপুর-৫ ইঞ্জিনিয়ার মোজাফফর, শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীম, চট্টগ্রাম-৯ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কক্সবাজার-৪ শাহীনা আক্তার চৌধুরী, টাঙ্গাইল-৮ এডভোকেট জোয়াহেরুল ইসলাম, ঢাকা-৫ কাজী মনিরুল ইসলাম মনু, পিরোজপুর-১ শ ম রেজাউল করিম, সিলেট-১ ড. এ কে আবদুল মোমেন, নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এস এম শাহজাদা সাজু, নেত্রকোনা-২ (দুর্গাপুর-কলমাকান্দা) আশরাফ আলী খান খসরু, টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ আতাউর রহমান খান, নওগাঁ-৫ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল (আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের পুত্র), যশোর-২ আসনে মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে আব্দুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৩ আসনে ডা. আব্দুল আজিজ, নাটোর-১ আসনে শহীদুল ইসলাম, পঞ্চগড়-১ আসনে মাজহারুল হক প্রধান, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য (গতবার স্বতন্ত্র ছিলেন), পটুয়াখালী-১ আসনে এডভোকেট শাহজাহান মিয়া, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন (গতবার স্বতন্ত্র ছিলেন), চাঁপাইনবাবগঞ্জ-১ ডা. শামীম উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, কক্সবাজার-১ জাফর আলম, ঢাকা-১৭ আকবর পাঠান ফারুক (চিত্রনায়ক), খুলনা-৬ আখতারুজ্জামান বাবু। ঝিনাইদহ-৩ শফিকুল আজম খান চঞ্চল, মেহেরপুর-২ সাইফুজ্জামান খোকন, কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ, বরিশাল-৫ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও মৌলভীবাজার-৩ আসনে নেসার আহমেদ। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র মতে, দলীয় কোন্দলে জড়িত, এলাকায় যোগাযোগ কম থাকা এবং নানা কারণে বিতর্কিতদের এবার বাদ দেয়া হয়েছে। অগ্রাধিকার দেয়া হয়েছে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নিবেদিতপ্রাণ রাজনীতিকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App