×

জাতীয়

দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৪৮ এএম

দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা। এ লক্ষ্যে সিরাজগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন পেলেই নির্বাচনে তার অংশ নেয়া অনেকটাই নিশ্চিত। গানের ভুবনের মানুষ কনক চাঁপা কেন রাজনীতির মাঠে নামলেন? কেন প্রার্থী হতে চান একাদশ সংসদ নির্বাচনে? ভোরের কাগজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ সম্পর্কে কনক চাঁপা বলেন, আমার এলাকা বন্যাকবলিত। তাই এখানে দরিদ্র লোকের সংখ্যা বেশি। আমি সবসময়ই চেষ্টা করি তাদের সাহায্য করার। কিন্তু তা খুবই সামান্য। যা আমাকে প্রতিনিয়ত পীড়া দিত। আমার মনে হয়েছিল একটা বড় প্লাটফর্ম পেলে এসব দুঃখী মানুষকে স্বাবলম্বী করে তুলতে পারতাম। সেই চিন্তা থেকেই মূলত নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছি। আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের জন্য কাজ করতে চাই। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদরের পাঁচটি ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়নসহ দেশের গরীব-দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজন গানের মানুষ। দীর্ঘদিন ধরে গান করে আসছি। গান ছাড়ছি না। তবে গানের পাশাপাশি গণমানুষের পাশে থাকতে চাই। তাদের জন্য কিছু কাজ করে যেতে চাই। জনগণ যদি চায় আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করব। কনক চাঁপা বলেন, গান দিয়ে আমি মানুষের মনের মধ্যে পৌঁছে গেছি। আমার প্রাপ্তির শেষ নেই। গানের জন্য দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছি। একটা সময় ভেবে দেখলাম, মানুষ আমাকে এত ভালোবাসে, অথচ তাদের জন্য আমি কিছু করব না- তা তো হতে পারে না। আমার কিছু দায়বদ্ধতাও রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। আমি মনে করি, ভালো এবং জনপ্রিয় মানুষদের রাজনীতিতে আসা উচিত। তবেই তো এই অঙ্গনে ভালো মানুষদের সংখ্যা বাড়বে। জাতীয়তাবাদী দলের হয়ে কেন নির্বাচন করতে চাইছেন জানতে চাইলে কনক চাঁপা বলেন, আমি খুব কাছ থেকে জিয়াউর রহমানকে দেখেছি। তিনি দেশের মানুষকে খুব ভালোবাসতেন। বিশেষ করে শিশুদের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। সেই চিন্তাভাবনা থেকেই এই দলের সঙ্গে কাজ করতে চাই। আপনার আসনে আওয়ামী লীগের হ্যাভিওয়েট প্রার্থী নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী- এমন প্রশ্নে কনক চাঁপা বলেন, এই এলাকা থেকে বিএনপি ভোট পায় না। আমি আমার সততা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিয়ে এই এলাকায় নির্বাচিত হতে পারব বলে বিশ্বাস করি। কারণ এখানকার সাধারণ জনগণ আমাকে অনেক ভালোবাসে। আমি এখানের অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App