×

জাতীয়

উৎকণ্ঠায় আওয়ামী লীগের অর্ধ শতাধিক এমপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৮, ১১:০৭ এএম

উৎকণ্ঠায় আওয়ামী লীগের অর্ধ শতাধিক এমপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে টানাপড়েনের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অর্ধশতাধিক সংসদ সদস্য। ভোটের বাকি আর ৩৫ দিন। কিন্তু এখনো দলীয় মনোনয়ন ঘোষণা হয়নি। ৪ হাজারেরও বেশি মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে আগামীকাল রবিবার ৩০০ জনের নাম ঘোষণার কথা রয়েছে। দলীয় মনোনয়নই চূড়ান্ত নয়। এরপর রয়েছে ১৪ দলীয় জোটের শরিক এবং মহাজোটের শরিক রাজনৈতিক দলগুলোর দাবি পূরণের পালা। রয়েছে বিকল্প ধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত ইসলামী ঐক্যজোট এবং ন্যাপ, এনডিপিসহ কয়েকটি অনিবন্ধিত রাজনৈতিক দলের দাবি। এদের দাবি পূরণের পরই আওয়ামী লীগের চ‚ড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এবার শরিকদের সব মিলিয়ে ৭০টি আসন দেয়ার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ হিসাবে চার হাজার দলীয় প্রার্থীর জন্য রয়েছে মাত্র ২৩০টি আসন। এ পরিস্থিতিতে দলটির প্রবীণ এবং হেভিওয়েট কয়েকজন নেতাও মনোনয়নবঞ্চিত হতে পারেন। সূত্র জানায়, বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ায় এবার অধিকাংশ আসনেই দল ও জোটের একাধিক প্রার্থী রাখবে আওয়ামী লীগ। ফলে শেষ মুহূর্তে পাল্টে যাবে হিসাব-নিকাশ। আর শরিকদের কারণে কোনো কোনো নেতার কপাল পুড়ছে- তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের অনেক নেতা। তাদের মধ্যে অর্ধশতাধিক এমপিও রয়েছেন। রয়েছেন দলটির কয়েকবারের এমপি সিনিয়র নেতারাও। কোনো কোনো আসন জাতীয় পার্টি ও যুক্তফ্রন্ট উভয় জোটই দাবি করছে আওয়ামী লীগের কাছে। ফলে আসন নিয়ে একপ্রকার টানাপড়েন তৈরি হয়েছে। দুই জোটের চাপে চিন্তিত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। তাদের মধ্যে কয়েকজন বর্তমান সংসদ সদস্যও রয়েছেন। সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য জগলুল হায়দার। কয়েকবছর ধরে কখনো কৃষক, কখনো শ্রমিকের পোশাকে মাঠে নেমে তাদের সঙ্গে কাজ করে জনগণের নজর কেড়েছেন তিনি। রাত-বিরাতে নিয়মিত খোঁজখবর রাখেন গরিব-অসহায়দের। তার প্রতিটি কর্মিসভা জনসভায় পরিণত হয়। তার চলাফেরায় সন্তুষ্ট সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এসব ছবি ভাইরাল হয়েছে প্রচুর। কিন্তু তার এই আসনে এবার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজেই। যুক্তফ্রন্টের অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য রেজা আলীও এ আসনে যুক্তফ্রন্টের প্রার্থী। দুই জোটই সাতক্ষীরা-৪ আসনটি দাবি করেছে আওয়ামী লীগের কাছে। ফলে অনেকটা টানাপড়েনে পড়েছেন জগলুল হায়দার। এরশাদ ও রেজা আলী আসনটি চাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন এমপি জগলুলসহ এ এলাকার সাধারণ মানুষরা। তবে স্থানীয়রা জগলুলকেই এমপি হিসেবে দেখতে চান। ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের কাছে ছয়টি আসন দাবি করছে জাপা। এরমধ্যে এরশাদের জন্য ঢাকা-১৭, জি এম কাদেরের জন্য ঢাকা-১৮, কাজী ফিরোজ রশীদের জন্য ঢাকা-৬, সৈয়দ আবু হোসেন বাবলার জন্য ঢাকা-৪, মীর আবদুস সবুর আসুদের জন্য ঢাকা-৫ এবং শফিকুল ইসলাম সেন্টুর জন্য ঢাকা-১৩ আসনটি চায় জাপা। ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। জি এম কাদের লালমনিরহাট-৩ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান। গত মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ঢাকা-১৮ আসনটি চান তিনি। ওই আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুনও সে সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ-১ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান এরশাদ। এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শিল্পপতি গাজী গোলাম দস্তগীর। আসনটি নিয়ে তিনিও চিন্তিত। সূত্র জানায়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব, ভাবমূর্তি সংকট, দলীয় কোন্দল সৃষ্টি, দুর্নীতি ও অনিয়ম, স্বজনপ্রীতি, জনবিচ্ছিন্ন, বার্ধক্যসহ নানাবিধ কারণে এবার মনোনয়নবঞ্চিত হচ্ছেন বেশ কয়েকজন এমপি। তাদের মধ্যে দলটির হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। তবে জরিপ রিপোর্টে বর্তমান এমপিদের এলাকাভিত্তিক অবস্থান আগের থেকে উন্নতি হওয়ায় একাধিকবার বিভিন্ন বক্তব্য-বিবৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য অপেক্ষা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App