×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

জাতীয়

ফেরদৌসী প্রিয়ভাষিণী ল্যাব এইডে সিসিইউতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ১১:২৩ এএম

মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার হৃদরোগ, উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপ রয়েছে। জানতে চাইলে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) লেলিন বলেন, ‘মঙ্গলবার রাতে বাথরুমে পড়ে গিয়ে পায়ের গোড়ালির হাড় ক্ষতিগ্রস্ত হয় ফেরদৌসী প্রিয়ভাষিণীর। বুধবার সকালে তিনি হাসপাতালে যোগাযোগ করেন এবং বেলা ১টার দিকে আসেন।’ তিনি আরও জানান, ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা শুরু হলে সে অবস্থায় তার হৃদক্রিয়া স্তব্ধ হয়ে যায়। এরপর বিকালে আবার একই অবস্থা হয়। তারপর থেকে তিনি সিসিইউতে রয়েছেন। তার চিকিৎসায় হৃদরোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তীর নেতৃত্বে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।’ এ প্রসঙ্গে ডা. বরেণ বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণীর হার্টে বাইপাস করা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। হাসপাতালে আনার পর বেলা ২টার দিকে তার হৃদক্রিয়া সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। বিকাল ৫টার দিকেও আরেকবার এমন হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App