×

জাতীয়

দেশে ফিরতে চান সালাউদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ০১:২২ পিএম

দেশে ফিরতে চান সালাউদ্দিন
ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় বেকসুর খালাস পাওয়ার পর এখন দ্রুত দেশে ফিরতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি শিলং টাইমসকে বলেন, ‌জানি বাংলাদেশে গেলে হুমকি আছি কিন্তু তারপরও আমি দ্রুত দেশে ফিরতে চাই। রাজনৈতিক আশ্রয় চেয়ে তৃতীয় কোনো দেশে যেতে চান কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, তৃতীয় কোনো দেশে যাওয়ার কথা আমি কখনো বলিনি। আমি দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র নেই। এর আগেও আমরা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। জনগণ আমাদের সঙ্গে আছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি আদালত সালাহউদ্দিন আহমেদকে বকসুর খালাস দেন। নাটকীয়ভাবে উধাও হয়ে যাওয়ার পর তিন বছর ধরে শিলংয়ে বন্দিজীবন কাটাচ্ছিলেন তিনি। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টে ২০১৫ সালে তার বিরুদ্ধে শিলংয়ের আদালতে মামলা হয়েছিল। শুনানির পর চারবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। শেষ পর্যন্ত গতকাল শুক্রবার পঞ্চমবারের মতো ধার্য দিনে শিলংয়ের বিচারিক হাকিম ডিজি খারশিং সালাহউদ্দিনকে নির্দোষ বলে রায় দেন। ২০১৫ সালে অজ্ঞাত স্থান থেকে দলের বিবৃতি পাঠাচ্ছিলেন সালাহউদ্দিন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে অজ্ঞাত স্থান থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির নামে বিবৃতি পাঠিয়ে কর্মসূচি দিচ্ছিলেন তিনি। তারই মধ্যে ওই বছর ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App