×

জাতীয়

রাজধানীতে অগ্নিদগ্ধে গৃহবধূ হত্যাচেষ্টার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ১১:০৭ এএম

রাজধানীর কামরাঙ্গীর চরে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দগ্ধ ওই গৃহবধূর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। বধুবার ভোর রাত ৩টার দিকে কামরাঙ্গীর চরের আলী নগর তিন নং গলিতে এই ঘটনা ঘটে। গৃহবধূর স্বজনরা জানান, রাত ৩টার দিকে স্বামী জাহাঙ্গীর হোসেন ও দেবর রনি অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ণ ইউনিটে ভর্তি করেন। এদিকে লিপির মা হাজেরা বেগম অভিযোগ করেন, যৌতুকের জন্য জাহাঙ্গীর প্রায় লিপিকে মারধর করতো। কিছুদিন আগে তাকে ৫৫ হাজার টাকা দিয়েছি। এখন আবার সে টাকা চাইছে। টাকা নিয়ে সে জুয়া খেলে। জুয়ায় হেরে এসে সে প্রায়ই অামার মেয়েকে টাকার জন্য চাপ দেয়। আমার মেয়ে আমাদের নিকট হতে তাকে টাকা নিয়ে দেয়ার ব্যাপারে অস্বীকৃতি জানালে সে প্রায়ই আমার মেয়ে কে নানা ভাবে নির্যাতন চালাত । তিনি অভিযোগ করে আরও বলেন জাহাঙ্গীর টাকা জন্যই আমার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে তাকে মারার চেষ্টা করেছে।” অভিযোগ অস্বীকার করে লিপির স্বামী ফল ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, “কোনো কারণ ছাড়াই লিপি রান্না ঘরে গিয়ে নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময় ঘরে পোড়া গন্ধ পেয়ে দ্রুত রান্না ঘরে গিয়ে দেখি লিপি নিজের গায়ে আগুন লাগিয়েছে। পরে দ্রুত আগুন নিভিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।” চিকিৎসকরা জানান, লিপির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, গৃহবধূ লিপিকে বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি তার স্বামী ও দেবরকে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন নেভাতে গিয়ে লিপির স্বামী জাহাঙ্গীরের বাম হাত পুড়ে গেছে। এসময় তার ভাইয়ের হাতেও আগুন লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App