×

জাতীয়

'সম্প্রচার আইন ২০১৮'-এর নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:২২ পিএম

'সম্প্রচার আইন ২০১৮'-এর নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
'সম্প্রচার আইন ২০১৮'-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সম্প্রচার মিডিয়ায় অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি বা ভুল তথ্য প্রচারের মতো ২৪ অপরাধের শাস্তির বিধান রেখে ‘সম্প্রচার আইন ২০১৮’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি জানান, প্রস্তাবিত আইনে ৭ সদস্যের একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে এই কমিশনের সদস্যদের নিয়োগ দেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, কমিশন সম্প্রচার সংশ্লিষ্ট যন্ত্রপাতির লাইসেন্স দেবে। এছাড়া অনলাইন গণমাধ্যম নিবন্ধনের ক্ষেত্রে একক কর্তৃত্ব থাকবে এই কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App