×

জাতীয়

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫১ এএম

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ
প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের নেতাকর্মীরা। বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করেন বলে জানা যায়। মহাসড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শহীদের রক্ত বৃথা যেতে দিবো না, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করতে বাঁচতে চাই, আমাদের ধমনীতে শহীদের রক্তসহ আরো অনেক স্লোগান দিতে থাকেন। রাবি শাখা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতা তারেক হাসান বলেন, কোটা আমাদের অধিকার। কিন্তু যারা দেশের জন্য জীবন দিলো তাদের সম্মান কতোটুকু রাখা হলো। সাংবিধানিকভাবে তাদের কোনো স্বীকৃতি নাই যা বঙ্গবন্ধু উপহার দিয়ে গেছেন তাই আছে। দেশের রাজাকারদের প্ররোচনায় কোটা বাতিল করার কোনো প্রশ্ন আসে না। আমরা চাই মুক্তিযোদ্ধার সম্মান ফিরিয়ে দেয়া হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। রাজশাহী মহানগরের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডেরর আহ্বায়ক সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, মুক্তিযোদ্ধা কোটা ছিল এটা থাকবে বলে আমরা আশা করি। কোটা কোনো অঞ্চলিক বিষয় না, এটা সারা দেশব্যাপী চলছে। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সন্তানেরা শান্তি পূর্ণভাবে আন্দোলন করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শান্তির জন্য যুদ্ধ করেছে। কিন্তু তোমরা তাদের সন্তান হয়ে কি দেশে অশান্তি সৃষ্টি করো তাহলে তাদের সম্মান থাকবে? ন্যায্য দাবিতে যে কেউ আন্দোলন করতে পারে। তবে তা সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে। তোমরা আন্দোলন করো তবে ক্যাম্পাসের ভেতরে শান্তিপূর্ণভাবে। পক্টরের আহ্বানে সাড়া দিয়ে রাত সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে উঠে যান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App