×

জাতীয়

কাপ্তাইয়ে ছিল না কোনো কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৬ পিএম

কাপ্তাইয়ে ছিল না কোনো কর্মসূচি
কাপ্তাইয়ে পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্তে¡ও একে কেন্দ্র করে ছিল না কোনো সরকারি কর্মসূচি। পর্যটনের প্রতি দেশি-বিদেশি মানুষকে উদ্বুদ্ধ করতে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পর্যটন দিবস-২০১৮ পালিত হয়। তবে কাপ্তাইয়ের কোথাও ওই কর্মসূচি পালিত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ট্যুরিজম এন্ড দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন’ অর্থাৎ পর্যটন বিকাশে তথ্যপ্রযুক্তি। এ উপলক্ষে বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারিভাবে যথাযথভাবে কর্মসূচি পালিত হলেও কাপ্তাইয়ের কোনো অনুষ্ঠানে কাপ্তাই প্রশাসন ও পরিষদকে দেখা যায়নি। ফলে পর্যটন শিল্প নিয়ে কোথাও তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। কাপ্তাইকে ঘিরে অপার সম্ভাবনাময় এ শিল্পের বিকাশে নজরদারি নেই যেন কারো। তবে সরকারিভাবে নজরদারি দিলে এ অঞ্চলকে ঘিরে একটি অত্যাধুনিক মানের পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কাপ্তাইয়ে রয়েছে প্রাকৃতিক পাহাড়-বন, ঝর্ণা ও কৃত্রিম হ্রদ। এই ত্রিমাত্রিক সৌন্দর্যের লীলাভ‚মি কাপ্তাইয়ে প্রতিদিন ভ্রমণপিপাসু শত শত পর্যটক ছুটে আসেন কাপ্তাইয়ে। কিন্তু এসব পর্যটন কেন্দ্রের জন্য উন্নতমানের সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি দায়িত্বশীলদের উদাসীনতা ও অবহেলার কারণে। উল্লেখ্য, পর্যটন শিল্প বিকাশে গত বছর থেকে রাঙ্গামাটি জেলার পর্যটন উন্নয়নে মহাপরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। অথচ সরকারি উচ্চ পর্যায়ে পর্যটনের গুরুত্ব দিলেও কাপ্তাইয়ে স্থানীয়ভাবে এর কোনো গুরুত্ব আমলে নিচ্ছে না কেউ-ই। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সরকারিভাবে কোনো নির্দেশনা কাপ্তাই উপজেলায় না থাকায় আমরা এ দিবসটি পালনে অবগত ছিলাম না। ফলে এ-সংক্রান্ত কোনো কর্মসূচি পালন করা হয়নি। অপরদিকে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App