×

জাতীয়

আদালত পরিবর্তন চেয়ে খালেদার আবেদন খারিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ১১:০২ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তন চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন। গতকাল রবিবার আবেদনটির উপর শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন আদালত। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারাধীন রয়েছে। ২০ আগস্ট খালেদার আদালত পরিবর্তনের আবেদনটি পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুদক। খালেদা জিয়া ছাড়া মামলার অপর আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। গত ২২ অক্টোবর সাক্ষীকে জেরার আবেদন পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এ আবেদনের উপর আজ শুনানি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App