×

জাতীয়

২৭ আগস্ট প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ১১:১০ এএম

২৭ আগস্ট প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু
আগামী ২৭ আগস্ট সোমবার থেকে হজ যাত্রীদের প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। ঢাকা ও মক্কা হজ অফিস জানায়, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনে সৌদী আরব গেছেন। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৫২৮টি এজেন্সীর মাধ্যমে এবার ১লাখ ২০ হাজার লোক হজ পালনে সৌদি আরব গেছেন। গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয়। গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট শুরু হয় বলে হজ অফিস জানায়। এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন নারীসহ ৮৬ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় ৭জন, জেদ্দায় ২ জন মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজ যাত্রীর ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রতক্ষ করতে বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন বলে মক্কা অফিস সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App