×

জাতীয়

১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা সাংবাদিকদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০৪:৪৭ পিএম

১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা সাংবাদিকদের
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আগামী ১৬ আগস্ট অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটর কাউন্সিল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন। সমাবেশে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল বলেন, আমরা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আমরা সমাবেশ করব। পরের দিন ১৬ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে। তার কার্যালয়ে সাংবাদিকরা অবস্থান করবেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় সাংবাদিক সমাজ বিক্ষোভে নেমেছে। আমাদের দাবি একটাই আমরা নিরাপত্তা চাই। সাংবাদিকরা রাষ্ট্রের জন্য কাজ করে। তাই রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সমাবেশে আরও বক্তব্য দেন, বিএফইউজে’র সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, মহাসচিব শাবান মাহামুদ, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ, ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সভাপতি কেএম শহীদুল হক, বিএফইউজে দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App