×

জাতীয়

রমিজ উদ্দিন কলেজের সামনে আঁকা হল জেব্রা ক্রসিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ০৪:৫৮ পিএম

রমিজ উদ্দিন কলেজের সামনে আঁকা হল জেব্রা ক্রসিং
রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনের সড়কে জেব্রা ক্রসিং আঁকা হয়েছে। আর স্পিডব্রেকার নির্মাণকাজ শুরু হবে আজ রাতে। বুধবার সকালে জেব্রা ক্রসিং এঁকে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি জানিয়েছে, আজ রাতে এই সড়কে স্পিড ব্রেকার তৈরির কাজ চলবে। সকালে ডিএনসিসির প্যানেল মেয়র ছাড়াও সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে জেব্রা ক্রসিং আঁকা হয়। এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম সাংবাদিকদের বলেন, পর্যায়ক্রমে আমরা সবকটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমনে জেব্রা ক্রসিং আঁকবো এবং স্পিডব্রেকার নির্মাণ করবো। পাশাপাশি যেসব স্থানে জেব্রাক্রসিংয়ের রং উঠে গেছে, সেগুলো রং করে দেয়া হবে। আর যেখানে স্পিডব্রেকার নেই সেখানে তা নির্মাণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App