×

জাতীয়

ঝালকাঠি-বরিশালসহ ৮ রুটে বাস চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ১১:২৫ এএম

ঝালকাঠি-বরিশালসহ ৮ রুটে বাস চলাচল বন্ধ
সারাদেশের সঙ্গে দক্ষিণের প্রায় সব জেলাতেই বাস চলাচল শুরু হয়েছে। তবে ঝালকাঠি থেকে বরিশালসহ আট রুটে সোমবারও (৬ আগস্ট) বাস চলাচল শুরু হয়নি। এর ফলে গত ১ আগস্ট থেকে ছয়দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ওইসব রুটের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। যাত্রীরা বর্তমানে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়ায় বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন। ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে গত ২৪ জুনের সিদ্ধান্ত মোতাবেক বিভাগীয় কমিশনারের রেজুলেশন কার্যকর না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে। ঝালকাঠির বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ন্যায্য হিস্যার দাবিতে তৃতীয়বারের আন্দোলনে গত ২৪ জুন বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বরিশাল-ঝালকাঠিসহ চার মালিক সমিতির মধ্যে সমঝোতা বৈঠক হয়। তিনি বলেন, ওই বৈঠকের রেজুলেশনকৃত সিদ্ধান্ত অমান্য করে ঝালকাঠির বাস পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটা রুটে চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাই বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গত বুধবার সকালে ঝালকাঠিসহ আট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি আগের মতো রূপাতলী থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ঝালকাঠি সড়ক বিভাগের শুরুতে রায়াপুরের অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে আট রুটে বাস চলাচল শুরু হয়। কিন্তু দুপুরে জেলা প্রশাসন ও থানা পুলিশ রায়াপুর থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। এরপরই জেলা বাস মালিক সমিতি ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা ঝালকাঠি সড়কপথ হয়ে আট রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। ঝালকাঠির জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, ন্যায্য দাবিতে গত বুধবার থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু এ নিয়ে কারও ভ্রুক্ষেপ নেই। তাই দাবি না মানা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছে মালিক ও শ্রমিকরা। বাস বন্ধ রাখার বিষয়ে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতারা জানিয়েছেন, কিছু না জানিয়েই বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠি বাস মালিক সমিতি। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখবেন। রুপাতলীস্থ বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. সেলিম জানান, সকাল থেকেই পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন রুটে যাত্রী নিয়ে বাসগুলো গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে। তবে সকালে বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশে যাত্রী নিয়ে রওনা বাসগুলোকে ফেরত পাঠিয়েছে ঝালকাঠি মালিক ও শ্রমিক সমিতির নেতারা। তাই বর্তমানে রুপাতলী থেকে বরিশাল থেকে ঝালকাঠিসহ মোট আট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App