×

জাতীয়

জাবালে নূরের চার কর্মীর ১০ দিনের রিমান্ড আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ০২:৩৩ পিএম

জাবালে নূরের চার কর্মীর ১০ দিনের রিমান্ড আবেদন
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার জাবালে নূর পরিবহনের চার কর্মীর ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের ঢাকা মহানগর আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার গভীর রাতে তাদের রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করে র‌্যাব। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক জানান, চার আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকা মহানগর আদালতে পাঠানো হয়েছে। তারা হলো- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আব্দুল হালিমের ছেলে ও বাসচালক সোহাগ আলী (৩৫)। সে থাকে মিরপুর ৬ নম্বরে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার আব্দুল মান্নানের ছেলে ও বাসচালক জুবায়ের (৩৫)। সে থাকে মিরপুর-১ এ। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকার মোবারক হোসেনের ছেলে ও বাসের হেলপার এনায়েত হোসেন (৩৮)। তার বাসা শ্যামলী ২ নম্বর রোডে। বরিশালের মুলাদী উপজেলার কুতুবপুর এলাকার হেলাল সরকারের ছেলে ও বাসের হেলপার রিপন হোসেন (৩২)। তার বাসা মিরপুর শাহআলী থানার দিয়াবাড়িতে। ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, জাবালে নূর পরিবহনের ঘাতক বাসটির চালক মাসুম বিল্লাহ ছাড়া বাকি চার আসামিকে সোমবার গভীর রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মূল আসামি মাসুম বিল্লাহ'র বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই রিয়াদ আহমেদ বলেন, তার বিষয়ে পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App