×

জাতীয়

রাজধানীতে বিএনপির বিক্ষোভের চেষ্টা, আটক ৮

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০৮:২৭ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে দলটি বিক্ষোভ মিছিল বের করতে গিয়ে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করা হয়। তবে সেখানে পুলিশ মিছিল বের করতে বাধা দেয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আটককৃতরা হলেন-শ্রমিক দলের দেলোয়ার, মোস্তাফিজ, ছাত্রদলের ফরহাদ, অয়ন, মিজান, তাহমিদ, হুমায়ুন কবীর ও বেলাল হোসেন।

মিছিল বের করতে না পেরে পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন রিজভী। তিনি এ ঘটনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেন।

মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার চেষ্টা হয়। দুর্বৃত্তদের ওই হামলায় কেউ হতাহত না হলেও দুটি দাড়িয়ে থাকা বাসে পেট্রোল বোমা মেরে তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে শনিবারও ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতেই তার গাড়িবহরে হামলা হয়। এ সময় গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি বহরে থাকা অনেকগুলো গাড়ি ভাঙচুর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App