×

জাতীয়

অবৈধ অভিবাসীদের ফেরাতে ইইউর চাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ১১:১৯ এএম

অবৈধ অভিবাসীদের ফেরাতে ইইউর চাপ
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে থাকা প্রায় এক লাখ অবৈধ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে দিন দিন চাপ বাড়ছে। অবৈধদের ফিরিয়ে না আনলে বৈধ ভিসা দেয়া বন্ধ করে দেয়ার হুমকিও দেয়া হচ্ছে। এ অবস্থায় ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি অবৈধদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত এক বছরে ৩২ জনকে ফেরত আনা হয়েছে। তবে প্রকৃতপক্ষে কতজন বাংলাদেশি অবৈধভাবে ওইসব দেশে অবস্থান করছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে খোঁজখবর চলছে বলে জানা গেছে। এর মধ্যেই এ নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে ঢাকায় আসছে ইইউ প্রতিনিধি দল। সূত্র মতে, ২০১৬ সালের ৫ এপ্রিল ইইউর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎকালে ইউরোপ থেকে অবৈধ ৮০ হাজার বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনতে অনুরোধ করেন। এরপর একাধিকবার বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইইউ সফর করে এ নিয়ে কথা বলেন। চিঠি চালাচালিও চলছে। বাংলাদেশের পক্ষ থেকে ইইউর দেয়া অবৈধ অভিবাসীদের তালিকা যাচাইবাছাই করা হচ্ছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক গতকাল সোমবার বিকেলে ভোরের কাগজকে বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশে প্রায় এক লাখ অবৈধ বাংলাদেশি রয়েছে বলে তারা দাবি করে আসছে। এ নিয়ে দফায় দফায় বৈঠক ও আলোচনা হয়েছে। গত এক বছরে এমন ৩২ জনকে দেশে ফেরত আনা হয়েছে। তবে তারা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কথা ঢালাওভাবে বললেও অনেকেই এসাইলামে (রাজনৈতিক আশ্রয়) রয়েছেন, চেয়েছেন। যাদের তারা চাইলেই সহজে ফেরত পাঠাতে পারবে না। শহীদুল হক বলেন, অবৈধ অভিবাসীদের ফেরত না আনলে তারা ভিসা বন্ধ করে দিবে বলেও হুমকি দিয়ে আসছে। আমরা বৈধভাবে জনশক্তি পাঠানোর সুযোগ বৃদ্ধির দাবি জানিয়েছি। এর মধ্যে গত বছর ৪ হাজার বাংলাদেশিকে তারা ভিসা দিয়েছে। তিনি আরো বলেন, আগামী ১৯ জুলাই এ নিয়ে বৈঠক করতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। তাদের সঙ্গে বৈঠকের পর যৌথভাবে সর্বশেষ পরিস্থিতি জানানো হবে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন বলেন, কোনো দেশই অবৈধ অভিবাসী রাখতে চায় না। ইউরোপীয় ইউনিয়ন এর ব্যতিক্রম নয়। তারা সব রাষ্ট্রকেই তাদের দেশের অবৈধ অভিবাসীদের ফেরত নিতে তাগিদ দিয়ে আসছে। এ নিয়ে তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। বৈঠকও চলছে। ইইউভুক্ত দেশগুলোতে আড়াই লাখ বাংলাদেশি রয়েছেন। ভিসার মেয়াদ না থাকা, ছাত্রত্ব শেষ হওয়াসহ নানা কারণে প্রায় ৮০ হাজার বাংলাদেশি অবৈধ হয়ে গেছেন। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ইইউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App