×

জাতীয়

ঢাকা মেডিক্যালে চিকিৎসাসেবা বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০১:০৩ পিএম

 চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশের বিভিন্ন গেটে তালা লাগানো হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগিরা। হাসপাতাল সূত্র জানান, সকাল থেকেই ইন্টার্ন চিকিৎসকরা জড়ো হয়ে হাসপাতালের ভেতর মিছিল করেন এবং স্লোগান দেন। এরই মধ্যে তারা গেটে তালা দেয়। ফলে বন্ধ রয়েছে চিকিৎসাসেবা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগি ও তার স্বজনরা। গেটের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। কেউ কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন অন্য হাসপাতালে। তবে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নওশাদ আহমেদ নামে এক ব্যক্তি রোববার দুপুরে মারা যান। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় নওশাদের মৃত্যু হয়েছে। এরপর তারা ভবনটির তিনতলায় সিসিইউতে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ওপর হামলা করেন। এরপর হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করেন চিকিৎসকরা।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App