×

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, ঝিনাইদহে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১২:৩২ পিএম

ময়মনসিংহ ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশালে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহে আদালত ভবন এলাকা ও কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সারা মণির বয়স (১০) ও রাজুর বয়স ২৮ বছর। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান সকাল সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকালে স্থানীয় আদালত ভবন এলাকায় ঢাকা থেকে ময়মনিসংহগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সারা মণির মৃত্যু হয়। তার বাড়ি জেলার তারাকান্দা উপজেলায়। এ ঘটনায় আহত হন তারাকান্দা উপজেলার রোমেলা বেগম (২৫), চাঁদপুর ফরিদগঞ্জের আব্দুল কাদির (৩০), নোয়াখালীর চরবাজারের শুক্কুর আলী (৩৫) । একইদিনে সকালে উপজেলার কাজির শিমলা এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থাকা রাজুর মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালী জেলায়। ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুলাই) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিরাজুল আড়ুয়াকান্দি গ্রামের মৃত কাওছার মন্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিলেন সিরাজুল। ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক পার হওয়ার সময় তাকে অজ্ঞাত গাড়ির ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App