×

জাতীয়

দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই : মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ০৩:৩৫ পিএম

দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই : মির্জা ফখরুল
দেশে এখন ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদের সমাবেশ করতে না দেওয়ায় ক্ষোভ জানিয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে বুদ্ধিজীবী সমাবেশের আয়োজন করে জিয়া পরিষদ। এ উপলক্ষে সকালে ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন। সেমিনার কক্ষে ব্যানারও টানানো হয়। জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ সাংবাদিকদের জানান, সকাল সোয়া ১০টার দিকে পুলিশ এসে বলে, এই অনুষ্ঠানের কোনো অনুমতি নেই, সমাবেশ করা যাবে না। সকাল পৌনে ১১টায় সমাবেশস্থলে আসেন প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আজকে এখানে অরাজনৈতিক একটি সংগঠনের সমাবেশ ছিল। সেটাও এই সরকার করতে দেয়নি। আমি এর তীব্র নিন্দা জানাই। এটা খুবই পরিতাপের বিষয় যে, বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগ একটা ভয়ংকর দুঃশাসনের কাজ করছে, অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App