×

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ০৪:২৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুকূলে প্রজ্ঞাপনের কপি প্রেরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদারকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছে সরকার। ফলে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্র্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এর বিধান মোতাবেক সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ সদস্য পদটি শূন্য হয়। উক্ত পদে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে পুনরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ প্রদান করা হল। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিচারপতি মো. আবু আহমেদ জমাদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক বেতন ভাতাতি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App