×

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ০১:৩৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বাস্তবচিত্র দেখতে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সোমবার (২ জুলাই) সকাল ১১টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে পৌঁছেছে তাদের গাড়িবহর। সেখানে নেমেই তারা প্রথমে ক্যাম্পের ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন। তারপর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং নারীদের আলাদা আশ্রয়স্থল পরিদর্শন করবেন।পরিদর্শন শেষে কুতুপালং এক্সটেনশন ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধানের। এর আগে সকাল ১০টার দিকে শহরের হোটেল সায়মান থেকে তাদের গাড়িবহর ক্যাম্পের উদ্দেশে রওয়ানা হয়। পৌনে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। এরপর তারা কক্সবাজারের হোটেল সায়মানে কিছুক্ষণ বিশ্রাম নেন। তাদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল বিষয়ক নির্বাহী পরিচালক ড. নাতালিয়া খানেমসহ জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App