×

জাতীয়

বেতন-ভাতার দাবিতে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের অনশন অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ১১:৪০ এএম

বেতন-ভাতার দাবিতে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের অনশন অব্যাহত
বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। রবিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতাল কম্পাউন্ডে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন শুরু করেন। অনশন কর্মসূচি আজও অব্যাহত রয়েছে। কর্মচারীদের কর্মবিরতী ও অনশনের কারণে সকাল থেকেই রোগীদের স্বাভাবিক সেবা দেওয়া কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি আন্দোলনরত পরিচ্ছন্নকর্মীরা কাজ না করায় হাসপাতালের সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ফলে রোগীদের পাশাপাশি চিকিৎসক ও নার্সরা পড়েছেন বিপাকে। আন্দোলনকারীরা জানান, ২০১৫ সালের ১২ ডিসেম্বর শেবাচিম হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে ২১৫ জন কর্মচারী যোগদান করেন। ২০১৬ সালের ১৮ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মচারীদের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিলে কর্মচারীরা উচ্চ আদালতে রিট করেন। ওই বছর ২২ আগস্ট উচ্চ আদালত কর্মচারীদের পক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করলে আদালত খারিজ করে দেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রায়টি বাস্তবায়নের জন্য পরিচালককে নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক। আদেশটি পেয়ে পরিচালক ২৪ ফেব্রুয়ারি কর্মচারীদের বিভিন্ন দপ্তরের কার্যাদেশ দেন। তবে ২১২ কর্মচারী এখন পর্যন্ত বেতন পাননি। বেতন না পাওয়া পর্যন্ত আমরণ অনশন ও কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা । শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, গত ২৪ ফেব্রুয়ারি থেকে কর্মচারীরা হাসপাতালের বিভিন্ন দপ্তরে কাজ করে আসছেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তাদের বেতন-ভাতা দেয়া হয়নি। সর্বশেষ কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য মতামত চেয়ে ফের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উত্তর পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App