×

জাতীয়

রাঙ্গামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহত ১১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ১০:৫৩ এএম

রাঙ্গামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহত ১১
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে মা-ছেলেসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পাহাড়ধসের এসব ঘটনা ঘটে। নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানান, পাহাড়ধসে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারিপাড়ায় একই পরিবারের চারজন, নানিয়ারচর ইউনিয়নের বড়কুল পাড়ায় চারজন ও হাতিমারায় দু’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- উপজেলার ধরমপাশা কার্বারিপাড়ার স্মৃতি চাকমা (২৩), তার ছেলে আয়ুব দেওয়ান (দেড় মাস), ইতি দেওয়ান (১৯), ফুলজীবী চাকমা (৫৫); নানিয়ারচর বড়কূলপাড়ার সুরেন্দ্র লাল চাকমা (৫৫), তার স্ত্রী রাজ্য দেবী চাকমা (৫০), মেয়ে সোনালী চাকমা (১৩) ও রোমেন চাকমা (১৪)। তবে হাতিমারা গ্রামের হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন তালুকদার জানান, পাহাড়ধসে বেশ কয়েকজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয়দের বরাতে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, পাহাড় ধসে ১০ জনের মত্যুর খবর পেয়েছি। ধসের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না থাকায় প্রশাসনের কর্মকর্তারা দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না। এজন্য নিহত কিংবা নিখোঁজের সঠিক তথ্য পেতে সময় লাগছে। রাঙ্গামাটির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গতকাল সোমবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত জেলায় ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত বছর ভারী বর্ষণে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসে চার সেনা সদস্যসহ অন্তত ১২০ জন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App