×

জাতীয়

রাজধানীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ০৪:৩০ পিএম

রাজধানীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
রাজধানীতে এক তরুণীকে জোর করে প্রাইভেট কারে তুলে ধর্ষণ চেষ্টার অভিযোগে রনি হক নামে এক যুবককে আটক করেছে পথচারীরা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার রাতে শেরে বাংলা নগরের কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে রাফি আহমেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী রনিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিও পোস্ট করে রাফি জানান, কলেজ গেট সিগন্যালে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের ভেতরে এক তরুণীর সঙ্গে ধস্তাধস্তি করছিলেন রনি। ওই সময় আরেকটি গাড়িতে ছিলেন তিনি। রাফি মনে করেছিলেন, গাড়ি নিয়ে পালানোর চেষ্টা চলছে। এরপর তিনি এবং সেখানে থাকা আরও কয়েকজন এগিয়ে গিয়ে রনির প্রাইভেট কার আটক করেন। পরে তারা দেখতে পান গাড়ির পেছনের আসনে রনি এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছেন। ওই তরুণী জানান, তাকে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল। এরপর রনি ও তার গাড়িচালককে গণপিটুনি দেন পথচারীরা। এ সময় গাড়িচালক কৌশলে পালিয়ে গেলেও রনিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App