×

জাতীয়

রাজউকে সিটিজেন চার্টার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

রাজউকে সিটিজেন চার্টার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
রাজউকে সিটিজেন চার্টার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
রাজউকে সিটিজেন চার্টার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

রাজউকে সিটিজেন চার্টার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
রাজউকে সিটিজেন চার্টার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) তথ্য অধিকার আইন, ২০০৯ (Right to Information Act, 2009) এবং সিটিজেন চার্টার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার (তথ্য কমিশন বাংলাদেশ) ডক্টর আবদুল মালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজউকের প্রশাসন ও অর্থ বিভাগের সদস্য মোহাম্মদ খুরশীদ আলম , সংস্থাটির পরিকল্পনা সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, রাজউকের এস্টেট ও ভূমি বিভাগের সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, রাজউক সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), রাজউক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ, এন ডি সি ঢাকাসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মূলত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক সমমর্যাদা ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানের সাথে সংশ্লিষ্ট রাজউক-এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক কর্মশালার শুরুতেই তথ্য অধিকার আইন, ২০০৯-এর উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন, প্রতিটি কর্তৃপক্ষের কর্মকাণ্ড সম্পাদনে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠাই এ আইনের উদ্দেশ্য। জনগণের তথ্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করার জন্য ২০০৯ সালের এপ্রিল মাসে তথ্য অধিকার আইন সংসদে পাস করা হয়। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের প্রয়োগ সুফল বয়ে আনবে।

প্রধান তথ্য কমিশনার আরও বলেন, সর্বোচ্চ তথ্য প্রকাশ ও সর্বনিম্ন গোপনীয়তা- এটাই হোক প্রাতিষ্ঠানিক মন্ত্র। বিশুদ্ধ ও প্রকৃত তথ্য জানার অধিকার সমাজের তথা জনগণের রয়েছে। অন্যদিকে বিকৃত তথ্য, মিথ্যাচার, বিদ্বেষ ও ঘৃণাপ্রসূত তথ্য প্রচার এবং গুজব রটনা ইত্যাদি সমাজের জন্য ক্ষতিকর। তথ্য অধিকার আইনের সফল ও যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের অধিকার সুনিশ্চিত করা প্রয়োজন।

কর্মশালার সভাপতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা, বিপিএএ সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ক্ষেত্রে তথ্য অধিকার আইন, ২০০৯-এর প্রাসঙ্গিকতা এবং প্রায়োগিক ব্যবহারের নানা ক্ষেত্র নিয়ে আলোকপাত করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন মো. মমিন উদ্দিন, পরিচালক (প্রশাসন), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App