×

জাতীয়

ভোট যুদ্ধে চাচা-ভাতিজা ও মামা-ভাগনি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম

ভোট যুদ্ধে চাচা-ভাতিজা ও মামা-ভাগনি!

খাদিজাতুল আনোয়ার সনি, সাইফুদ্দিন মাইজভান্ডারী, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী,

৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে এবার ভোট যুদ্ধে নেমেছেন চাচা-ভাতিজা ও মামা-ভাগনি।

জানাগেছে, চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) সংসদীয় আসন থেকে এবারের নির্বাচনে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে ৪ জন প্রার্থী একে অপরের নিকটজন ও আত্মীয় স্বজন। আসনটিতে বর্তমান এমপি, ফুলেরমালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডারী একই পরিবারের সদস্য। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা। সাইফুদ্দিন মাইজভান্ডারী বর্তমান এমপির ভাইয়ের ছেলে।

অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ও একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারীর মধ্যেও রয়েছে আত্বীয়তার সম্পর্ক। এর মধ্যে সাইফুদ্দিন মাইজভান্ডারী সম্পর্কে নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির মামা।

এদিকে, ফটিকছড়িতে ৪ নিকটাত্বীয়ের মধ্যে ভোট যুদ্ধ নিয়ে পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে হাস্যরসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App