×

জাতীয়

যারা অগ্নিসন্ত্রাস করে তাদের রাজনীতি করার অধিকার নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম

যারা অগ্নিসন্ত্রাস করে তাদের রাজনীতি করার অধিকার নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ চারুশিল্পী সংসদ কর্তৃক আয়োজিত 'শান্তি ও উন্নয়নবিরোধী সন্ত্রাস মানবে না শিল্পীসমাজ' শীর্ষক ১০ দিনব্যাপী গণচিত্র অনুষ্ঠানের প্রদর্শনী উদ্বোধনকালে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য রাখেন। ছবি: ভোরের কাগজ

যারা অগ্নিসন্ত্রাস করে তাদের রাজনীতি করার অধিকার নেই
যারা অগ্নিসন্ত্রাস করে তাদের রাজনীতি করার অধিকার নেই

যারা রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস করে সাধারণ মানুষ পুঁড়িয়ে মারে, স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়, স্বাধীনতার নামে যথেচ্ছার করে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারেনা বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ চারুশিল্পী সংসদ কর্তৃক আয়োজিত 'শান্তি ও উন্নয়নবিরোধী সন্ত্রাস মানবে না শিল্পীসমাজ' শীর্ষক ১০ দিনব্যাপী গণচিত্র অনুষ্ঠানের প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নের বিরুদ্ধে সহিংসতা চলছে৷ সাধারণ নিরীহ মানুষকে অগ্নিসন্ত্রাসের মুখোমুখি হতে হচ্ছে, গাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে, রেললাইন উপড়ে ফেলা হচ্ছে, ট্রেনের বগির ভেতরে আগুন লাগানো হচ্ছে তাতে শিশু ও মা অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন তা কোনোভাবেই কাম্য নয়। একবিংশ শতাব্দীতে এসে এসব ঘটনা কল্পনা করতেও আমাদের কষ্ট হয় যে কীভাবে এসব ঘটনা ঘটছে।

এই ঘটনাগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অগ্নিসংযোগকারীসহ নেপথ্যে থাকা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত উল্লেখ করে তিনি আরো বলেন, যেসকল রাজনৈতিক দল একটা দেশের সাধারণ মানুষকে হত্যা করতে পারে যারা তারা কোনোভাবেই সুস্থ রাজনীতি করছে না, তারা অপরাজনীতি করছে। অগ্নিদগ্ধ করে মানুষকে হত্যা করার স্বাধীনতা হত্যাকারীদেরকে কে দিয়েছ? এটি স্বাধীনতার নামে যথেচ্ছাচার। এই ধরনের রাজনীতি বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরো বলেন, এখন আমাদের সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে যারা রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস করে সাধারণ মানুষ পুড়িয়ে মারে তারা এদেশে রাজনীতি করতে পারবে না। এদেশে যারা রাজনীতি করবেন তাদেরকে স্বাধীনতার মৌল বাণী- মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের দর্শনকে ধারণ করে এদেশে রাজনীতি করতে হবে। এর বাইরে স্বাধীনতার বাইরের কোনো শক্তি এদেশে রাজনীতি করুক আমরা সেটা চাই না।

এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, শিল্পীরা জাতির বিবেক হিসেবে সকল সময়ে বাঙালি জাতিসত্তার পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং আজো আছেন। বর্তমানেও শিল্পীরা তাদের প্রতিবাদের ভাষা-আলপনার মধ্য দিয়ে একেঁছেন ও সবাইকে উজ্জীবিত করছেন।

তিনি আরো বলেন, আমরা মনে করি, সংবিধানের আওতায় যে নির্বাচন সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বস্তুনিষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হবে এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে। তাদের একটি দাবি থাকতেই পারে। তবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তাদের দাবি সংবিধান বহির্ভূত। তারা নিজেদের দাবিতে ভোট বর্জন করতে পারে কিন্তু অন্যের ভোটাধিকারে বাঁধা সৃষ্টি করতে পারেনা৷ বিএনপি নিজের গণতান্ত্রিক অধিকারের কথা বলে অন্যের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে পারেনা৷ এটি মেনে নেয়া যায় না৷

বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী অধ্যাপক জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী কামাল পাশা চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন ঢাবির চারুকলা অনুষদের অধ্যাপক দুলাল গায়েন, শিল্পী আনোয়ার হোসেন, শিল্পী শামসুল, শিল্পী সুনীল কুমার, শিল্পী দুলাল চন্দ্র গায়েন, সনজিত দাস অপু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App